পিয়া জান্নাতুল:

এক মুচকি হাসির গল্পে বদলে যাওয়া জীবন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল সবসময়ই আলোচনায় থাকেন ভিন্ন ভিন্ন পরিচয়ে। মডেলিং, অভিনয় কিংবা আইনজীবী হিসেবে তার অবস্থান দৃঢ়। তবে তাকে রাতারাতি ট্রেন্ডিংয়ে তোলার ঘটনা ঘটে একটি ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে।

কয়েক বছর আগে সংসদ সদস্য ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের চেম্বারে সহকারী আইনজীবী হিসেবে কাজ করতেন পিয়া। সেই সময়ের একটি ভিডিওতে কালো কোট পরে ব্যারিস্টার সুমনের পাশে দাঁড়িয়ে মুচকি হাসতে দেখা যায় তাকে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই এক ঝলক হাসিই তাকে নতুন পরিচয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।

সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিয়া জানান, ওই ভাইরাল হওয়া হাসির জন্য তাকে বিশাল মূল্য দিতে হয়েছে। বিশেষ করে ৫ আগস্টের পর তিনি ভোগান্তির মধ্য দিয়ে গেছেন, যা তার জন্য ছিল অত্যন্ত কঠিন।

তিনি বলেন, “তখন কোন ভুলে হাসছিলাম আমি জানি না, আর সেটি ভাইরাল হওয়ার কারণে আমি যে পরিমাণ ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছি বিশেষ করে ৫ আগস্টের পর, সেটা বলার বাইরে।”

শোবিজ অঙ্গনে অনেকেই আইনজীবীর পড়াশোনা করলেও নিয়মিত আদালতে প্র্যাকটিস করেন এমন তারকা বিরল। সেখানে ব্যতিক্রমী ভূমিকা রেখেছেন পিয়া জান্নাতুল।

কর্মজীবন ও অর্জন ২০০৭: মিস বাংলাদেশ খেতাব অর্জন।
২০০৮: র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা।
২০১১: দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা জয়।
বর্তমানে: নিয়মিত আইনজীবী হিসেবে প্র্যাকটিসের পাশাপাশি মডেলিংয়েও সক্রিয়।

একটি মুচকি হাসি যে এত বড় আলোচনার জন্ম দেবে এবং তার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলবে, তা হয়তো কল্পনাও করেননি এই আইনজীবী-তারকা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top