নাদিয়ার প্রশংসায় মানবিক ড. মো. মুজিবুর রহমান
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০

‘পথ নবজাতকরা আপনজন, হবে না কোনো বিভাজন’- এই শ্লোগানকে সামনে রেখে দেশের পরিত্যক্ত নবজাতকদের উদ্ধার ও তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে ‘ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন’।
ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মজিবুর রহমান জানান, অদূর অতীতে আনুষ্ঠানিক পদযাত্রা শুরু হলেও তিনি বেশ কয়েক বছর ধরে ব্যক্তি উদ্যোগে নবজাতক উদ্ধারের কাজ করে আসছেন। পরিত্যক্ত নবজাতককে উদ্ধার করে সঠিক পরিচর্যা ও নিরাপদ আশ্রয়ের মাধ্যমে নিঃসন্তান দম্পতির হাতে তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ নিশ্চিত করাই এই মানবিক ডাক্তারের মূল লক্ষ্য।
সামাজিক যোগাযোগমাধ্যমেও ড. মজিবুর রহমান তার কার্যক্রম নিয়ে সচেতনতা ছড়িয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি এক নবজাতকের জন্য দুগ্ধ মা খুঁজে দেওয়ার আবেদন জানান, যা সাড়া ফেলে অনলাইনে। এ সময় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালিহা খানম নাদিয়া ভিডিওটিতে মন্তব্য করেন- “ধন্যবাদ স্যার। আমি আপনার চমৎকার কাজকে সমর্থন জানাই।” সাথে তিনি একটি লাল হৃদয়ের স্টিকারও জুড়ে দেন।
অভিনেত্রীর এমন আন্তরিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করে ড. মজিবুর রহমান তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন- “ড. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি, প্রফেসর ড. মো. মজিবুর রহমান, আমাদের হৃদয়ের গভীর থেকে প্রিয় ও জনপ্রিয় অভিনেত্রী সালিহা খানম নাদিয়াকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই, আমাদের মানবিক উদ্যোগকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য।”
মানবিক এ উদ্যোগকে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাগত জানাচ্ছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।