রানি কাদের উৎসর্গ করলেন এই সম্মাননা?
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭

দীর্ঘ তিন দশকের অভিনয় জীবনের পর অবশেষে জাতীয় স্বীকৃতি পেলেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেছেন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন রানি মুখার্জি। পুরস্কার গ্রহণের সময় আবেগপ্রবণ হয়ে রানি বলেন, “আমার অভিনয় জীবনের পিছনে আমার বাবার ভূমিকা অপরিসীম। আমি বিশ্বাস করি বাবা আমার সঙ্গে আছেন।”
তিনি আরও জানান, এই সম্মান তিনি বিশ্বের সকল মায়ের প্রতি উৎসর্গ করছেন। রানি মুখার্জি বলেন, “‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটি একজন মায়ের তার সন্তানের জন্য লড়াইয়ের বাস্তব গল্প তুলে ধরেছে। একজন মা হিসেবে এটি আমার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।