বিয়ে নিয়ে মুখ খুললেন সাবা আজাদ
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০

বলিউডের অন্যতম চর্চিত জুটি হৃতিক রোশান এবং সাবা আজাদের সম্পর্ক নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক থাকায় এই জুটির বিয়ে নিয়ে বহু আলোচনা-সমালোচনা চলে আসছে। এবার সেই গুঞ্জনে সরাসরি প্রতিক্রিয়া জানালেন সাবা আজাদ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবা স্পষ্ট করেছেন, তাদের বিয়ে নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো চাপ নেই। তিনি বলেন, “আমার যখন ছয় বছর বয়স, তখন আমার বাবা-মা বলেছিলেন, যদি তোমার মন না চায়, তাহলে তুমি বিয়ে কোরো না। আমরা তোমার কাছ থেকে এ বিষয়ে কোনো প্রত্যাশা রাখি না। তাই জীবনে কখনো পরিবারের পক্ষ থেকে কোনো চাপ অনুভব করিনি।”
প্রসঙ্গত, ২০২২ সালে করণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতে একসঙ্গে হাজির হয়ে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন হৃতিক ও সাবা।
এই জুটি প্রেম ও পেশাগত জীবন দুটোই সমন্বয় করে চলার জন্য জনপ্রিয়। অনুরাগীরা তাদের সম্পর্ক নিয়ে আগ্রহ ধরে রেখেছেন এবং ভবিষ্যতে বিয়ের খবরের প্রতীক্ষায় রয়েছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।