পরী মনি সতর্ক করলেন পিয়া কে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৭

জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সম্প্রতি সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন ‘আর্টস অফ পিয়া’ প্রতিষ্ঠানের মালিক নওরীন আফরোজ পিয়ার উপর। বিষয়টি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে শিশুর তেলের নিরাপত্তা ও বেবি কেয়ার পণ্যের দায়দায়িত্ব।
জাতীয় ভোক্তা অধিদপ্তর সম্প্রতি ব্যবসায়িক নিয়ম ভঙ্গের অভিযোগে পিয়ার প্রতিষ্ঠানকে জরিমানা করে। এরপর পিয়া লাইভে এসে বলেন, “বেবি অয়েল তেল জাতীয় জিনিস হওয়ায় এক্সপায়ার ডেট লেখা মুছে গেছে।”
এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে পরী মনি সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন, “এটা অনেক বেশি সেনসিটিভ। এখন থেকে বাচ্চাদের কোন কিছুতে হাত দিতে যাবেন না। এটা আপনার বেবি অয়েলের মত লাজুক জিনিস নয়। তেল মানে তেল! তেল আবার ‘তেল জাতীয় জিনিস’ হয় কেমন করে? বাচ্চাদের কোনো পণ্য নিয়ে ব্যবসা করার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে।”
পরীমনির এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকেই শিশুর নিরাপত্তা ও ব্যবসায়িক সতর্কতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।