তিশাকে কোলে নিয়ে বিপাকে তৌসিফ

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৪

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব সম্প্রতি স্মৃতিচারণ করতে গিয়ে জানান, অভিনেত্রী তানজিন তিশাকে কোলে তুলতে গিয়েই তিনি গুরুতর শারীরিক সমস্যায় পড়েছিলেন।

মাছরাঙ্গা টেলিভিশনের একটি অনুষ্ঠানে উপস্থাপক প্রশ্ন করেন “কাকে কোলে তুলতে গিয়ে তোমার হার ভেঙে গেছে?” জবাবে তৌসিফ হাসতে হাসতেই বলেন, “হ্যাঁ, গেছে! বলবো… ও আমার বন্ধু, তাই বলতেই পারি। সরি! তানজিন তিশা।”

তিনি ব্যাখ্যা করে বলেন, ২০২২ সালে পরিচালক তুহিনের নাটক ‘স্বাধীনতা তুমি’–এর শুটিং চলাকালে এ ঘটনা ঘটে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে নির্মিত সেই নাটকে তৌসিফ মুক্তিযোদ্ধা চরিত্রে আর তানজিন তিশা ছিলেন বীরাঙ্গনার চরিত্রে। নাটকের একটি দৃশ্যে শহীদ বীরাঙ্গনার মরদেহ কোলে তুলে নেওয়ার অংশ ছিল।

তৌসিফ জানান “সেটার পোস্টারটাই ছিল ওর লাশ আমি কোলে ধরে আছি। পুরো ওজনটাই আমাকে ক্যারি করতে হয়েছে। চুল, শাড়ি, এক্সপ্রেশন ঠিক করতে করতে কয়েক মিনিট লেগে যায়। এরপর প্রায় এক মাস আমার বাম হাতে ঠিকঠাক কাজ করতে পারিনি, এমনকি ঘুমাতে গেলেও ব্যথা করত।”

অভিনেতার এ অভিজ্ঞতার কথা শুনে দর্শকরাও দারুণভাবে মুগ্ধ হয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top