গুণী শিল্পী জুবিন গর্গের শেষ সিনেমা ৩১ অক্টোবর মুক্তি পাচ্ছে
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৪

অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী জুবিন গর্গ আর নেই। তার আকস্মিক মৃত্যুতে শুধু আসাম নয়, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার অগণিত ভক্তদের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে। জীবদ্দশায় ৪০০-এরও বেশি গান গেয়েছেন এই গুণী শিল্পী। শুধু গান নয়, চলচিত্রে অভিনয়ও করেছেন তিনি।
তবে অনেকেই হয়তো জানেন না যে, জুবিনের অভিনীত শেষ চলচ্চিত্রটি এখনও মুক্তি পায়নি। সম্প্রতি সেই অপ্রকাশিত শেষ প্রজেক্ট নিয়ে কথা বলেছেন জুবিনের স্ত্রী গরিমা গর্গ। ভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, জুবিনের শেষ সিনেমা ‘রোই রোই বিনালে’ আগামী ৩১ অক্টোবর (শুক্রবার) মুক্তি পাবে।
গরিমা বলেন, “আমরা একটি সিনেমার কাজ করছিলাম, যা এখনো মুক্তি পায়নি। এটিই হবে জুবিনের শেষ ছবি। আমরা তার ইচ্ছে অনুযায়ী কাজ করে যাবো। ছবিটি নির্ধারিত তারিখেই মুক্তি পাবে।”
ভক্তরা এখন উৎসুকভাবে অপেক্ষা করছেন জুবিনের এই শেষ সৃষ্টি দেখার জন্য।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।