মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

কমলা গাউনে গ্ল্যামারে ঝলমল করলেন ফারিন খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৭

সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী ফারিন খান প্রায়ই নিজের ফটোশুটের ছবি শেয়ার করে ভক্তদের নজর কাড়েন। সম্প্রতি তিনি ফেসবুকে কমলা রঙের পোশাকে নতুন কিছু ছবি প্রকাশ করেছেন, যা মুহূর্তেই নেটিজেনদের মধ্যে সাড়া ফেলেছে।

প্রকাশিত ছবিতে ফারিনকে দেখা গেছে কমলা রঙের জমকালো অফ-শোল্ডার স্লিট গাউনে। তার সাজসজ্জা ও আত্মবিশ্বাসী ভঙ্গি ছবিগুলোর আকর্ষণ আরও বাড়িয়েছে। ছবির ক্যাপশনে ফারিন কোনো শব্দ ব্যবহার না করে কেবল তিনটি কমলার ইমোজি দিয়েছেন, যা তার পোশাকের সঙ্গে মানানসই।

ছবিগুলো প্রকাশ হতেই কমেন্ট বক্সে ভক্তদের প্রশংসার বন্যা বইয়ে দিয়েছে। অনেকেই তাকে বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল ও অভিনেত্রী নোরা ফাতেহি-র সঙ্গে তুলনা করেছেন। এক ভক্ত মন্তব্য করেছেন, “ফারিন যেন দেশি নোরা ফাতেহি।” অন্য একজন লিখেছেন, “গর্জিয়াস।” এ ছাড়াও তার হাসি প্রশংসা করেছেন অনেকে।

ফারিন খান ২০১৭ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ধৎ তেরি কি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর তিনি শাকিব খানের বিপরীতে কাজের জন্যও আলোচনায় এসেছিলেন। সামাজিক মাধ্যমে তার গ্ল্যামারাস উপস্থিতি ভক্তদের মধ্যে জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top