বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই একসঙ্গে নীল-তৃণা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩২

সংগৃহীত

দিন কয়েক ধরেই গুঞ্জন, জল্পনা আর ভাঙনের শিরোনামে সোশ্যাল মিডিয়া ছিল উত্তাল। ওপার বাংলার জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী তৃণা সাহা ও অভিনেতা নীল ভট্টাচার্যের দাম্পত্য ভাঙনের খবর ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল নানা প্রশ্ন। ঠিক এমন সময়েই আচমকা সব জল্পনায় ছেদ টানল এক রাতের ঘটনা।

রোববার রাতে একটি অ্যাওয়ার্ড শোতে একসঙ্গে হাজির হয়ে সবাইকে চমকে দেন নীল-তৃণা। তারকাদম্পতিকে একই মঞ্চে দেখে নতুন করে শুরু হয় আলোচনা। এরপরই সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন ‘তটিনী’ ধারাবাহিকের অভিনেত্রী আয়ুশ্রী, যা আরও বেশি করে নজর কাড়ে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আয়ুশ্রীর শেয়ার করা ছবিতে নীল ও তৃণার সঙ্গে তাকেও পুরস্কার হাতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার পোস্টের ক্যাপশন। সেখানে আয়ুশ্রী লেখেন, ‘অনেক নেতিবাচক পোস্ট দেখার পর এটা আমার পোস্ট। আমার রিয়েল মাম্মি, ওর রিয়েল হাজবেন্ডের সঙ্গে। দয়া করে বাজে খবর ছড়াবেন না। যদি পারেন ইতিবাচক কথা বলুন। গুড ভাইরাল নিউজ নিয়ে কাজ করুন। টিআরপি বাড়ানোর গুজবে কান দেবেন না।’

পোস্টটিতে আয়ুশ্রী নীল ও তৃণা—দুজনকেই ট্যাগ করেন। পর্দার মেয়ের বক্তব্যে সায় দিয়ে রিয়েক্টও দেন তৃণা সাহা। তবে পুরো বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি নীল-তৃণা।

এই ছবি ও পোস্টের পর ফের প্রশ্ন উঠছে—তবে কি দাম্পত্য ভাঙনের সব খবরই ছিল নিছক গুজব, নাকি নীরবতার আড়ালে রয়েছে আরও কোনো অজানা গল্প? আপাতত তারকাদম্পতির নীরবতাই জল্পনাকে আরও উসকে দিচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top