গায়ে হলুদে কেয়া পায়েল
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল অল্প সময়ের মধ্যেই তার সাবলীল অভিনয় ও গ্ল্যামারে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি, যেখানে নিয়মিত নানা মুহূর্ত ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।
সম্প্রতি বন্ধু-বান্ধবীদের সঙ্গে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নেওয়া বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন কেয়া পায়েল। ছবিগুলোতে দেখা যায়, বন্ধুর হলুদ সন্ধ্যায় খোশ মেজাজে মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দী হয়েছেন এই অভিনেত্রী। পোশাকের রঙে বন্ধুদের সঙ্গে মিল রেখে শাড়ি পরেছিলেন তিনি। গ্রুপ ছবিতেও ধরা দিয়েছে আনন্দঘন মুহূর্তগুলো।
ছবিগুলোর ক্যাপশনে কেয়া পায়েল লেখেন, ‘বন্ধুর গায়ে হলুদে।’ তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে কমেন্ট বক্সের আলোচনা।
নেটিজেনদের এখন একটাই প্রশ্ন—কেয়া পায়েলের বিয়ে কবে? একজন অনুরাগী সরাসরি লিখেছেন, ‘তা ঠিক আছে, কিন্তু পায়েলের কবে?’ আরেকজন প্রশ্ন তুলেছেন, ‘বন্ধুর হলুদে গেছেন, আপনার বিয়ে কখন হবে?’
বন্ধুর গায়ে হলুদের রঙিন মুহূর্ত শেয়ার করলেও বিয়ে প্রসঙ্গে এখনো কোনো মন্তব্য করেননি কেয়া পায়েল। তবে তার এই পোস্ট ঘিরে ভক্তদের কৌতূহল যে আরও বেড়েছে, তা বলাই যায়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।