অমিতাভকে বিপাকে ফেলেন কার্তিক
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৫:০১
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গে হালের হার্টথ্রব কার্তিক আরিয়ান রীতিমতো মজা আর হাসির আড্ডায় হাজির হয়েছেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘কউন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-র মঞ্চে। সম্প্রতি সনি টিভি-তে সম্প্রচারিত এক পর্বে কার্তিক আর তার সহশিল্পী অনন্যা পাণ্ডে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
প্রমোতে দেখা যায়, অমিতাভ বচ্চন তারকাদের সঙ্গে দারুণ মেজাজে ছিলেন। তিনি কার্তিককে ‘ওজি বয়’ এবং অনন্যাকে ‘আল্টিমেট ট্রেন্ড সেটার’ হিসেবে পরিচয় করিয়ে দেন। আড্ডার সময় কার্তিক অমিতাভকে ‘কোরিয়ান হার্ট’ সাইন শেখান, যা স্টুডিওতে খুশির হাসির রোল তোলে।
এরপর শুরু হয় ‘র্যাপিড ফায়ার’ রাউন্ড। কার্তিক প্রথম প্রশ্ন করেছিলেন, “আপনি কি কখনো জয়া বচ্চনের কাছ থেকে লুকিয়ে কিছু খেয়েছেন?” অমিতাভ মুখে কিছু না বললেও তার চপল ভঙ্গি এবং জিভ দিয়ে ঠোঁট চাটার অভিব্যক্তিই প্রমাণ করে উত্তর ‘হ্যাঁ’। পরবর্তী প্রশ্নে কার্তিক জানতে চান, “জয়া বচ্চন কি আপনার ফোনের পাসওয়ার্ড জানেন?” জবাবে অমিতাভ রসিকতার ছলে বলেন, “আমি কি পাগল যে তাকে এসব বলে দেব!”। এতে পুরো স্টুডিও ভেসে ওঠে হাসিতে।
বর্তমানে কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে ব্যস্ত রয়েছেন তাদের আসন্ন সিনেমা ‘তু মেরি মায় তেরা, মায় তেরা তু মেরি’-এর প্রচারণায়। রোমান্টিক-কমেডি ঘরানার এই ছবি আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাবে। বিশেষভাবে আগ্রহের বিষয়, কার্তিকের সাম্প্রতিক বক্স অফিস সাফল্যের ধারা এই ছবিতেও কি বজায় থাকবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।