খাবারে বিষক্রিয়া,আইসিইউতে অভিনেত্রী সুদেষ্ণা রায়
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:১৭
ভারতের শান্তিনিকেতনের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ফেরার পথে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রখ্যাত ভারতীয় পরিচালক ও অভিনেত্রী সুদেষ্ণা রায়। দ্রুত তাকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, ফুড পয়জনিংয়ের কারণেই তার এই আকস্মিক অসুস্থতা।
বিষয়টি ভারতীয় এক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা অভিজিৎ গুহ। তিনি জানান, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত থেকেই শারীরিক অসুস্থতা অনুভব করেন সুদেষ্ণা রায়। অবস্থার অবনতি হলে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
অভিজিৎ গুহ আরও জানান, এই মুহূর্তে সুদেষ্ণা রায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হলেও পরিস্থিতি স্থিতিশীল থাকলে খুব শিগগিরই তাকে আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তর করা হতে পারে।
জানা গেছে, গত ২২ ডিসেম্বর শান্তিনিকেতনে গিয়েছিলেন সুদেষ্ণা রায়। সেখান থেকে ফেরার পর হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি ঘটে। রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি ক্রিয়েটিনিনের মাত্রাও বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে আইসিইউতে রাখা হয়।
উল্লেখ্য, চলতি বছর মুক্তি পেয়েছে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত চলচ্চিত্র ‘আপিস’। ছবিটিতে অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, কিঞ্জল নন্দসহ আরও অনেকে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।