বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

লস অ্যাঞ্জেলেস ছাড়ছেন অ্যাঞ্জেলিনা জোলি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৩:৫২

সংগৃহীত

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি অভিনয়, পরিচালনা ও মানবিক কাজে বিশেষভাবে সক্রিয়। এবার জানা গেছে, ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে তিনি যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসের পরিকল্পনা করছেন।

সূত্রের বরাতে জানা গেছে, ৫০ বছর বয়সী জোলি লস অ্যাঞ্জেলেসের লস ফেলিজের ঐতিহাসিক সেসিল বি. ডেমিল এস্টেট বিক্রির প্রস্তুতি নিচ্ছেন। প্রায় ২৫ মিলিয়ন ডলার মূল্যের এই বাড়ি বিক্রি করে তিনি নিউইয়র্ক, ইউরোপ এবং কম্বোডিয়ায় থাকতে শুরু করবেন। জোলি ২০১৭ সাল থেকে এই বাড়িতে ছয় সন্তানসহ বসবাস করছেন।

জোলি নিউইয়র্কেও সময় কাটাবেন কারণ সেখানে তিনি তার সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনা করেন। এছাড়া কম্বোডিয়াতেও নিয়মিত অবস্থান করবেন, যেখানে ২০০৩ সালে তার একটি বাড়ি রয়েছে। জোলি ব্র্যাড পিটের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সন্তানদের স্বার্থে লস অ্যাঞ্জেলেসে থাকতে বাধ্য হন। তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয় ২০২৪ সালের ৩০ ডিসেম্বর।

দীর্ঘদিনের বন্ধু অভিনেতা ও প্রযোজক জে বেঞ্জামিন বলেন, “অ্যাঞ্জেলিনা পুরোপুরি শোবিজ থেকে দূরে থাকতে পারবেন না। বাইরে চলে যাওয়া তার জন্য বিরতি নেওয়ার একমাত্র উপায়।” তিনি আরও উল্লেখ করেন, জোলি ভবিষ্যতে তার ব্যক্তিগত আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রকল্পে মনোযোগ দিতে চান।

জোলি ও পিটের ছয় সন্তান হলেন: ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো এবং যমজ নক্স ও ভিভিয়েন। যদিও বিবাহবিচ্ছেদ আইনিভাবে সম্পন্ন হয়েছে, তাঁরা এখনও শ্যাটো মিরাভাল ওয়াইনারি সংক্রান্ত আইনি বিরোধে জড়িত রয়েছেন।

অস্কারজয়ী এই অভিনেত্রী শুধু অভিনয়েই নয়, বরং একজন সফল পরিচালক ও প্রযোজক। মানবাধিকার, শিক্ষা ও নারী অধিকার রক্ষার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের বিশেষ দূত হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top