হেনস্তার ঘটনা নিয়ে মুখ খুললেন মৌনী রায়
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১৩:১৫
জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায় সম্প্রতি হরিয়ানার কর্নল এলাকায় একটি অনুষ্ঠানে মঞ্চে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, অনুষ্ঠানের আগেই দুজন প্রৌঢ় ব্যক্তি তার কোমরে হাত রেখে ছবি তোলার চেষ্টা করেছিলেন।

মঞ্চে অনুষ্ঠানের সময়ও একই দুই ব্যক্তি অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করছিলেন। মৌনী ভদ্রভাবে তাদের আচরণ বন্ধ করতে বললেও তারা গোলাপফুল ছুড়ে তার প্রতি অশোভন আচরণ চালিয়ে যান। এতে মঞ্চ থেকে প্রায় বেরিয়ে যাচ্ছিলেন তিনি। ঘটনায় আশ্চর্যের বিষয়, সামনে থাকা দর্শক বা আয়োজক কেউ তাদেরকে সরাতে বা সামলাতে চায়নি।

মৌনী বলেন, “আমার মতো একজন শিল্পীও এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। নতুন মেয়েদের কী অবস্থা হয় তা কল্পনা করা যায়।” তিনি এই অসভ্য আচরণের বিরুদ্ধে কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।