স্পেন ইসরায়েলের দুই মন্ত্রকে নিষেধাজ্ঞা দিলো কাতার হামলার পর
মিঠু মুরাদ | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৭

কাতারে ইসরায়েলের বিমান হামলার পর স্পেন ইসরায়েলের দুই কট্টরপন্থি মন্ত্রকে নিষেধাজ্ঞা দিয়েছে। এই দুই মন্ত্রী হলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ।
সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, মঙ্গলবার স্পেনের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নিষেধাজ্ঞাপ্রাপ্ত দুই মন্ত্রী গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের উগ্র সমর্থক হিসেবে পরিচিত।
উল্লেখ্য, এর আগেও গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার সমালোচনার প্রতিবাদে, গত ৮ সেপ্টেম্বর ইসরায়েল স্পেনের উপপ্রধানমন্ত্রী ও শ্রমমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ এবং যুব ও শিশুবিষয়ক মন্ত্রী সিরা রেগো-এর ওপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছিল। এর প্রতিক্রিয়ায় পরের দিন স্পেন ইসরায়েলের দূতাবাস থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছিল।
প্রসঙ্গত, গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলের বিমানবাহিনী। এতে ৬ জন নিহত হন। হামলার সময় ভবনটিতে গাজা উপত্যকার যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন হামাসের নেতারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া ও পশ্চিম তীর শাখার নেতা জাহের জাবারিন, যদিও হামাস জানায়, শীর্ষ কোনো নেতা আহত বা নিহত হননি।
হামলার কয়েক ঘণ্টার মধ্যেই স্পেন ইতামার বেন গিভির ও বেজালেল স্মোতরিচকে নিষেধাজ্ঞা দেয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।