সালমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৬, ১৮:৫৪

সংগৃহীত

জুলাই-আগস্টে কারফিউ দিয়ে গণহত্যায় উসকানি ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আজ (সোমবার) অভিযোগ গঠনের আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেবেন।

এর আগে ৬ জানুয়ারি সালমান ও আনিসুলের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী তাদের অব্যাহতি চেয়ে আবেদন করেন। তিনি শুনানিতে বলেন, তার ক্লায়েন্টরা নির্দোষ। এছাড়া প্রসিকিউশনের শোনানো ফোনালাপটি সালমান-আনিসুলের নয় এবং তা বিদেশি বিশেষজ্ঞের মাধ্যমে পরীক্ষা করার আবেদনও করেন। তবে আদালত ৪ জানুয়ারি সেই আবেদন নাকচ করে দেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারের উসকানি-প্ররোচনা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মিরপুর-১, ২, ১০ ও ১৩ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ আওয়ামী লীগের সশস্ত্র হামলায় বহু ছাত্র-জনতার মৃত্যু হয়েছে, কিন্তু আসামিরা নির্যাতন বন্ধে কোনো ব্যবস্থা নেননি।

চব্বিশের জুলাই আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত নেন সালমান ও আনিসুল। এর পরিপ্রেক্ষিতে ১৯ জুলাই ২০২৪ সালে ফোনে কথোপকথনে বলা হয়, ‘ওদের শেষ করে’ দেওয়া হবে। অর্থাৎ কারফিউ জারির মাধ্যমে আন্দোলনকারীদের দমন করা হবে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গত ২২ ডিসেম্বর শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ওই ফোনালাপসহ অভিযোগগুলো ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেন। ট্রাইব্যুনাল ৪ ডিসেম্বর অভিযোগ গ্রহণ করেন এবং আজ আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top