আজ স্ত্রীর প্রশংসা দিবস: স্বামীদের জন্য বিশেষ দিন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩

ছবি: সংগৃহীত

প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রোববার যুক্তরাষ্ট্রে পালিত হয় স্ত্রীর প্রশংসা দিবস। ২০০৬ সালে প্রথমবার এই দিনটি উদযাপন করা হয়েছিল। তারপর থেকে এটি ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে পরিচিতি পেয়েছে। মূলত, দিবসটি স্ত্রীদের সম্মান এবং কৃতজ্ঞতা প্রকাশের জন্য উদযাপিত হয়।

কবি নজরুলের কথায়, “বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।” সংসার জীবনে এটি আজও প্রযোজ্য। যদিও আগে বলা হতো সংসার সুখী হয় রমণীর গুণে, এখন মানুষ বিশ্বাস করে সংসার সুখী হয় স্বামী-স্ত্রী দুজনের যৌথ প্রয়াসে।

আজকের দিনটি স্বামীদের জন্য বিশেষ। বিয়ে বা সংসার জীবনের যে কোনো বছর হোক না কেন, স্ত্রীর প্রতি প্রশংসা প্রকাশ করা উচিত। এটি তাকে বুঝিয়ে দেয় যে, তিনি কতটা গুরুত্বপূর্ণ।

দিবসটি উদযাপনের সহজ এবং সুন্দর উপায় হতে পারে: স্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেওয়া, প্রিয় রেস্টুরেন্টে সাথে খেতে যাওয়া, নতুন নকশার গয়না উপহার দেওয়া

আজকের দিনটি শুধু এক ধরনের উদযাপন নয়, এটি স্ত্রীকে সম্মান জানানোর এবং সম্পর্ককে আরও মধুর করার একটি সুযোগ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top