বৃহঃস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

ইউক্রেনে ফোর্স পাঠানোর ঘোষণা জার্মান চ্যান্সেলরের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ২৩:৪৭

সংগৃহীত

দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে চলমান রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়লেও এখনও সমাধানের পথে আসেনি সংঘাত। যুদ্ধের ফলে ইউক্রেনে বিপুল প্রাণহানি ঘটেছে, নিহত হয়েছেন দুই দেশের হাজার হাজার সেনা। এমন পরিস্থিতিতে ইউক্রেনের স্বার্থ রক্ষায় দেশটিতে ইউরোপীয় নেতৃত্বাধীন বহুজাতিক ফোর্স পাঠানোর ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্ৎস।

মঙ্গলবার জার্মানির পাবলিক ব্রডকাস্টার ডেজডিএফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনে প্রস্তাবিত এই বহুজাতিক বাহিনীতে শুধু ইউরোপের দেশগুলোই নয়, কানাডা, অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশ অংশ নেবে।

চ্যান্সেলর মের্ৎস জানান, গত দুই দিন ধরে বার্লিনে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোপের নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে গঠিত এই বাহিনী মূলত ইউক্রেনের আকাশ ও সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে।

তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই হুঁশিয়ারি দিয়েছেন, ইউক্রেনে বিদেশি কোনো সৈন্য মোতায়েন তিনি মেনে নেবেন না। এ বিষয়ে জার্মান চ্যান্সেলর বলেন, এমন কূটনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা হবে যাতে রাশিয়াকে এই প্রস্তাব মেনে নিতে বাধ্য হতে হয়।

এদিকে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপে থাকা রাশিয়ার জব্দকৃত সম্পদ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার ব্রাসেলসে বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এই বৈঠকে ইইউভুক্ত ২৭ দেশের নেতারা অংশ নেবেন।

বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটি সবচেয়ে বড় মানবিক সংকট। তবে এই যুদ্ধের দ্রুত সমাধান আদৌ সম্ভব কি না, তা নিয়ে ইউরোপজুড়ে জোর আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top