সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বুধবারের কর্মসূচি স্থগিত

Nasir Uddin | প্রকাশিত: ২৭ মে ২০২৫, ১৭:৩৬

ছবি: সংগৃহীত

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের  বুধবারের (২৮ মে) পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বেলা পৌনে ৩টায় সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কমিটির সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হয়। বৈঠকে তাদের দাবিগুলো মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হবে বলে আশ্বাস দেয়া হয়েছে। এই বৈঠকের পর বুধবার (২৮ মে) আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, আলোচনা চলমান থাকায় সচিবালয়ে বুধবারের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাল মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বসবেন। আশা করি সেখানে ভালো একটা ফল আসবে। আগামীকাল কোনো কর্মসূচি থাকবে না।

বৈঠকের বিষয় তুলে ধরে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, আমরা কয়েকজন সচিব বসে তাদের (আন্দোলনকারী) বক্তব্য শুনেছি। আসলে আমরা উভয়পক্ষই সরকারের কর্মচারী। সরকার একটা আইন করেছে। তারা এ বিষয়ে সংক্ষুব্ধ হয়েছে। আইনটি বাতিল চেয়েছে। আমরা তাদের দাবির সারাংশ বুধবার (২৮ মে) মন্ত্রিপরিষদ সচিবের কাছে উপস্থাপন করবো। পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার।

কাল তারা আবার কর্মসূচিতে থাকবেন কিনা জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, আমরা আলাপ করেছি, যে সময়টা আলোচনায় থাকবো সে সময়ে তারা কাজে থাকবেন। তারা আন্দোলন করবেন না। আগামীকাল ওনাদের কর্মসূচি নাই, ওনারা একদিন দেখবেন। যেগুলো ছিল সেগুলো বাতিল করেছেন।

সিনিয়র সচিব বলেন, ওনারা অধ্যাদেশটি বাতিল চেয়েছেন। এ আইন ছাড়াও তো সরকার যেকোনো সময় ব্যবস্থা নিতে পারে।

অধ্যাদেশ বাতিল হবে কিনা-প্রশ্নে তিনি বলেন, যে আইন হয়েছে, সে আইনের সঙ্গে আমরা সংশ্লিষ্ট না। সরকার সিদ্ধান্ত নেবে। সরকার কী করবে, সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর জানান, আমরা কোনো আংশিক সংশোধন চাই না। পুরোপুরি বাতিল চাই। স্যার আমাদের সঙ্গে পোষণ করে প্রস্তাব দেবেন। শুধু আগামীকাল কর্মসূচি স্থগিত করেছি। আমাদের ধারণা ৬-৭ জন সচিব যদি একসাথে বলেন তাহলে বাতিল হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top