মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

অর্থনৈতিক ব্যবস্থার ব্যর্থতায় বিশ্বজুড়ে ক্ষুধা: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ২০:০৭

সংগৃহীত

বিশ্বব্যাপী ক্ষুধা ও অভাবের মূল কারণ সম্পদের অভাব নয়, এটি অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতা। এই কঠোর মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ক্ষুধা দূরীকরণের চেয়ে অস্ত্রখাতে বিশ্বের বিপুল ব্যয় ‘নৈতিক ব্যর্থতা’।

নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, ২০২৪ সালে ৬৭৩ মিলিয়ন মানুষ ক্ষুধার্ত ছিল, অথচ আমরা পর্যাপ্ত খাদ্য উৎপাদন করি। এটি অর্থনৈতিক ব্যবস্থার ব্যর্থতা। তিনি প্রশ্ন তোলেন, যখন ক্ষুধা দূর করতে কয়েক বিলিয়ন ডলার জোগাড় করা যায় না, তখন বিশ্ব অস্ত্রের পেছনে ২.৭ ট্রিলিয়ন ডলার ব্যয় করে কীভাবে?

ড. ইউনূস বাংলাদেশের উদাহরণ টেনে বলেন, ছোট এই দেশটি ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, পাশাপাশি ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকেও আশ্রয় দিয়েছে। তিনি তুলে ধরেন— বাংলাদেশ ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং কৃষক মেকানাইজেশনে ৭০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। সেইসঙ্গে ১৩৩টি জলবায়ু-সহনশীল ধানের জাত উদ্ভাবন করেছে।

ড. ইউনূসের এই জোরালো বক্তব্য বিশ্বনেতাদের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে এবং বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top