হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলেই পুরস্কার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৫
রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুরুতর আহত হয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঘটনার দুই সন্দেহভাজনকে শনাক্ত করেছে। সাধারণ জনগণের কাছে তথ্য চেয়ে তাদের গ্রেফতারে সহায়তা চাইছে। যারা তথ্য দেবে, তাদের পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঘটনার সময় হাদি রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত কাছ থেকে গুলি চালায়। আহত হাদিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
তথ্য দেওয়ার জন্য যোগাযোগ নম্বর: ডিসি মতিঝিল: ০১৩২০০৪০০৮০, ওসি পল্টন: ০১৩২০০৪০১৩২, জরুরি নম্বর: ৯৯৯
ডিএমপি বলেছে, “ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনের ছবি প্রকাশ করা হয়েছে। তাকে দ্রুত গ্রেফতার করতে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।