শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

জাতিসংঘ বৈঠকে আফগানিস্তানকে সতর্কবার্তা দিলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৬:১৪

সংগৃহীত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতেখার আহমাদ আফগানিস্তানের উদ্দেশে সম্ভাব্য যুদ্ধের সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আফগানিস্তান যদি বিচ্ছিন্নতাবাদী ইসলামিক গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়া বন্ধ না করে, তাহলে পাকিস্তান সব ধরনের প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেবে।

আসিম ইফতেখার আহমাদ বৈঠকে আফগানিস্তানে আশ্রয়প্রাপ্ত নিষিদ্ধ গোষ্ঠীর তালিকাও প্রদান করেছেন। তালিকায় রয়েছে দায়েশ-কে (আইএস-খোরাসান), তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি), ইস্ট তুর্কমেনিস্তান ইসলামিক মুভমেন্ট, বালোচিস্তান লিবারেশন আর্মি এবং মাজিদ ব্রিগেড। তিনি জানিয়েছেন, এসব গোষ্ঠীর শত শত নেতাকর্মী আফগানিস্তানে তালেবান সরকারের আশ্রয়ে আছে।

তিনি আরও বলেন, পাকিস্তানের কাছে থাকা গোয়েন্দা তথ্য অনুযায়ী, তালেবান সরকার এই গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, অস্ত্র যোগান দিচ্ছে এবং পাকিস্তানের ভূখণ্ডে যৌথভাবে হামলা চালাচ্ছে। এ হামলায় চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১,২০০ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। এছাড়া ২০২২ সাল থেকে ২৫০ সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে নিহত হয়েছে।

আসিম ইফতেখার আহমাদ জানিয়েছেন, পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দোহা ও ইস্তাম্বুলে বিভিন্ন দফায় সংলাপের চেষ্টা করেছে, তবে নিরাপত্তা সমস্যা সমাধানে সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

সূত্র: জিও টিভি

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top