বৃহঃস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত নতুন অফিস ও গুলশানের বাসা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৯

সংগৃহীত

দীর্ঘ ১৮ বছরের নির্বাসন কাটিয়ে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫শে ডিসেম্বর ঢাকা পৌঁছাবেন তিনি।

তাঁর প্রত্যাবর্তন উপলক্ষে গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসাটি প্রস্তুত করা হয়েছে। পাশেই ফিরোজায় থাকছেন মা বেগম খালেদা জিয়া। ঐতিহাসিক এই বাড়িটি কয়েক মাস আগেই খালেদা জিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।

শুধু বাসভবন নয়, গুলশানে একটি নতুন চারতলা অফিসও ভাড়া নিয়েছে বিএনপি। এখান থেকেই পরিচালিত হবে নির্বাচনের যাবতীয় কার্যক্রম। এছাড়া চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের জন্য আলাদা চেম্বারও তৈরি করা হয়েছে।

তাঁর আগমন উপলক্ষে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ রিল প্রতিযোগিতা ঘোষণা করা হয়েছে। বিমানবন্দরে তাঁকে বিশাল সংবর্ধনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলের নেতা-কর্মীরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top