শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

তারেক-জাইমার ভোটার নথি রোববার ইসিতে উপস্থাপন হবে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৬

সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের ভোটার হওয়ার নথি রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে উপস্থাপন করা হবে। এই তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেন, গুলশান এলাকার ভোটার নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে তপশিল ঘোষণার পর নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য কমিশনের অনুমোদন প্রয়োজন। রোববার কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এনআইডি উইংয়ের ডিজি এ এস এম হুমায়ুন কবীর জানান, ভোটার নিবন্ধনের জন্য আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি এবং বায়োমেট্রিক তথ্য প্রদান করার পর তারেক রহমানের এনআইডি সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে প্রস্তুত হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top