শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

চট্টগ্রাম-১০ আসনে বিএনপি প্রার্থী সাইদ আল নোমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৯

সংগৃহীত

চট্টগ্রাম-১০ আসনে বিএনপি প্রার্থী বদল করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদের পরিবর্তে আসনটিতে মনোনয়ন পেয়েছেন সাইদ আল নোমান।

অপরদিকে, আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন দেয়া হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সাইদ আল নোমান একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের ছেলে। পিতা আবদুল্লাহ আল নোমান চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন এবং দীর্ঘদিন শহরের রাজনৈতিক নেতৃত্বে ছিলেন।

সাইদ আল নোমানের রাজনৈতিক পটভূমি গঠন করেছে তার ছাত্রজীবন ও শ্রমিক রাজনীতি। ষাটের দশকের শুরুতে ছাত্র ইউনিয়নে যোগদানের পর মেননপন্থী ছাত্র ইউনিয়নের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেছেন। বাংলাদেশে ন্যাপ ও বিএনপির রাজনীতিতে দীর্ঘকাল সক্রিয় ছিলেন তার পিতা।

চট্টগ্রামের কোতোয়ালি আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল্লাহ আল নোমান। তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বও পালন করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ড ও দলের অবস্থান নিয়ে নানা সময় অসন্তোষ থাকা সত্ত্বেও, তার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে সাইদ আল নোমানের নাম আলোচনায় আসে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top