আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাবের আইনগত ভিত্তি পর্যালোচনা হচ্ছে: তথ্য উপদেষ্টা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৬
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার প্রস্তাবের আইনগত ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রক্রিয়া যাচাই-বাছাই শেষে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
রোববার (০৪ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে সচিবালয় বিট কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আইনি কাঠামো, সম্প্রচার নীতিমালা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি সংবেদনশীল হওয়ায় তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা আইপিএল সম্প্রচার, গণমাধ্যম নীতিমালা ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন করেন।
বিস্তারিত আসছে….
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।