মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

ভূমিকম্প পরবর্তী নিরাপত্তা যাচাই সেবা চালু করেছে জামায়াতে ইসলামী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১১:৩৪

ছবি: সংগৃহীত

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, এ সেবার মাধ্যমে অভিজ্ঞ ও দক্ষ প্রকৌশলীরা ঢাকার বাড়ি ও ভবনের বর্তমান অবস্থা যাচাই করে ক্ষতির সঠিক চিত্র এবং প্রয়োজনীয় করণীয় জানাবেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক বার্তায়,  ডা. শফিকুর রহমান বলেন, “ভূমিকম্পের পর আমরা সবাই একটি অস্থির ও দুশ্চিন্তাপূর্ণ সময় কাটাচ্ছি। নিজের পরিবার এবং আশপাশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের মানবিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, “এটা শুধু একটি প্রযুক্তিগত সেবা নয়, এটি আমাদের একে অপরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার বাস্তব প্রয়াস। আমরা চাই আমাদের এই উদ্যোগ মানুষের পাশে দাঁড়িয়ে প্রকৃত সেবা দিতে সক্ষম হোক।”

গত ২১ নভেম্বর দেশব্যাপী ৫.৭ মাত্রার ভূমিকম্পে ঢাকা ও অন্যান্য এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঢাকাসহ সারাদেশে ১০ জনের মৃত্যু হয়েছে এবং অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরের দিন তিনটি আফটার শক অনুভূত হয়, যার কারণে জনমনে আতঙ্কের অবকাশ তৈরি হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top