দেশের পথে তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

ফ্লাইটটি রানওয়ে ছাড়ার ঠিক আগ মুহূর্তে এ তথ্য নিশ্চিত করেন নব্বইয়ের ছাত্র আন্দোলনের নেতা ও ফ্লাইটটির সহযাত্রী নসরুল্লাহ খান জুনায়েদ। তিনি জানান, তারেক রহমান সুস্থ ও স্বাভাবিক অবস্থায় বিমানে ওঠেন।

২০০৮ সালে দেশত্যাগের পর এই প্রথমবারের মতো দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা তাকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের দেশে ফেরা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

ছবি ক্যাপশন:
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top