তারেক রহমান ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:২৬
দীর্ঘ প্রবাস জীবনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজস্ব জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পেয়েছেন। শনিবার দুপুর সোয়া ১টায় তিনি নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে উপস্থিত হয়ে নিজের আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদান করেন।
এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, তারেক রহমান আগেই অনলাইনে প্রাথমিক ফরম পূরণ করেছিলেন। আজ সশরীরে উপস্থিত হয়ে বায়োমেট্রিক তথ্য সম্পন্ন করার পর ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে সফটওয়্যারের মাধ্যমে তার এনআইডি নম্বর তৈরি হবে।
ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন তারেক রহমান। একই ওয়ার্ডে ভোটার হয়েছেন তার কন্যা জাইমা রহমানও। তারেক রহমানের জন্মস্থান বগুড়া হলেও কৌশলগত কারণে তিনি ঢাকার এই আসনে ভোটার হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, তারেক রহমানের তথ্য কেন্দ্রীয় সার্ভারে যাচাই করা হবে। কোনো অমিল না থাকলে দ্রুত মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে এবং লিংকে ক্লিক করে নিজেই এনআইডি ডাউনলোড করতে পারবেন। এছাড়া চাইলে ইসি থেকে সরাসরি স্মার্ট কার্ড সংগ্রহের সুযোগও রয়েছে।
এনআইডি পাওয়ার মাধ্যমে তার পাসপোর্ট নবায়নসহ নাগরিক সকল সুযোগ-সুবিধা সহজভাবে গ্রহণ করা সম্ভব হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়া তার জন্য বাধ্যতামূলক।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।