বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

চূড়ান্ত তালিকায় শ্রাবণের মনোনয়ন বাতিল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৩:৫১

সংগৃহীত

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে মনোনয়নের টিকিট দেওয়া হয়।

এর আগে প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। তবে শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্ত পরিবর্তন করে আজাদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।

মনোনয়ন পরিবর্তনের পর আজাদপন্থিদের মধ্যে উৎসাহ দেখা গেলেও শ্রাবণ সামাজিক যোগাযোগমাধ্যমে দলের সিদ্ধান্ত মেনে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দেন। অন্যদিকে দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে আবুল হোসেন আজাদ কর্মীদের মিষ্টি বিতরণ বা মিছিল করতে নিষেধ করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top