গণঅধিকারের আবু হানিফ সরে দাঁড়ালেন নির্বাচন থেকে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৫
গণঅধিকার পরিষদের সর্বোচ্চ ফোরাম উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরে দাঁড়িয়েছেন।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন থেকে ট্রাক প্রতীকে দলের মনোনয়ন পাওয়ার পর আবু হানিফ এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়েছিলেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “গণঅধিকার পরিষদ যেহেতু সমঝোতা করে নির্বাচন করছে, তাই আমি নির্বাচন থেকে সরে দাড়িয়েছি। কিশোরগঞ্জ-১ আসনের জনগণের কাছে ক্ষমা চাইছি। যেসব প্রতিশ্রুতি নিয়ে এলাকার মানুষের কাছে গিয়েছিলাম, নির্বাচন না করলেও আমার জায়গা থেকে চেষ্টা থাকবে তাদের পাশে থাকার।”
তিনি আরও বলেন, “যে সকল সহযোদ্ধারা ও শুভাকাঙ্ক্ষীরা নির্বাচন করার জন্য সহযোগিতা করেছিল এবং ভবিষ্যতেও করার আশ্বাস দিয়েছিল, তাদের কাছেও ক্ষমা চাইছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব। সমঝোতার পরও যারা নির্বাচন করছেন, তাদের জন্য শুভকামনা রইল।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।