মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

গৃহবধূ থেকে দেশের প্রধানমন্ত্রী: দেশকে ছেড়ে যাননি, শেষ নিঃশ্বাসও দেশের মাটিতে

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি এক সময়ে সাধারণ গৃহবধূ ছিলেন, আজ আমাদের মাঝে নেই। তিনি জীবনের প্রতিটি পর্যায়েই দেশের প্রতি অটল প্রতিশ্রুতি রেখেছিলেন। একবার বলেছিলেন, “দেশের বাইরে আমার আর কোনো ঠিকানা নেই, আমি এ দেশ ছেড়ে কোথাও যাবো না।”

আজ তার শেষ নিঃশ্বাসও এই দেশের মাটিতেই নিঃসৃত হলো। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি লড়েছেন, হাসেছেন বিজয়ের হাসি নিয়ে, যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি শুধু একজন রাজনীতিবিদই নয়, এক জন অনুপ্রেরণার প্রতীক ছিলেন, যিনি সাধারণ মানুষের মাঝে আশা জাগিয়েছেন এবং দেশের জন্য আত্মনিয়োগ করেছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top