কার্টুন উপহার পেলেন তারেক রহমান, উদয় প্রকাশ করলেন আনন্দের মুহূর্ত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ১৮:৩৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে দেশের পরিচিত কার্টুনিস্ট উদয় এক বিশেষ কার্টুন উপহার দিয়েছেন। ‘আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি’ শীর্ষক এই কার্টুনটি হাতে পাওয়ার পর তারেক রহমান উদয়কে আন্তরিক ধন্যবাদ জানান।

বুধবার (১৪ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে উদয় তারেক রহমানের হাতে ফ্রেমবন্দি কার্টুনটি তুলে দেন।
উদয় জানান, “তারেক রহমানের ওপর আঁকা এমন একটি কার্টুন তার হাতে তুলে দেওয়াই আমার স্বপ্ন ছিল। আজ তা করতে পেরে আমি সত্যিই অত্যন্ত আনন্দিত।”
তারেক রহমানও কার্টুন গ্রহণ করে উদয়কে ধন্যবাদ জানান।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।