মনোনয়ন প্রত্যাহার শেষে এনসিপির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৩৬
মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর নিজেদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে দলটির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিনের সুপারিশক্রমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের পক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
এনসিপির প্রার্থীরা শাপলা কলি প্রতীক নিয়ে মোট ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শাপলা কলি প্রতীকে এনসিপির চূড়ান্ত প্রার্থীরা
-
পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী): সারজিস আলম
-
দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ী): মো. আব্দুল আহাদ
-
রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া): ড. আতিক মুজাহিদ
-
কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট): ড. আতিক মুজাহিদ
-
নাটোর-৩ (সিংড়া): অধ্যাপক (অব.) এস এম জার্জিস কাদের
-
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর): এস এম সাঈফ মোস্তাফিজ
-
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া): মো. শামীম হামিদী
-
টাঙ্গাইল-৩ (ঘাটাইল): সাইফুল্লাহ হায়দার
-
ময়মনসিংহ-১১ (ভালুকা): জাহিদুল ইসলাম
-
মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গিবাড়ী): মাজেদুল ইসলাম
-
ঢাকা-৮ (মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর): মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী
-
ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা): জাবেদ মিয়া রাসিন
-
ঢাকা-১৮ (উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত): আরিফুল ইসলাম
-
ঢাকা-১৯ (সাভার): দিলশানা পারুল
-
ঢাকা-২০ (ধামরাই): প্রকৌশলী নাবিলা তাহসিন
-
ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা): নাহিদ ইসলাম
-
নরসিংদী-২ (পলাশ ও সদর উপজেলার আংশিক): গোলাম সারোয়ার (তুষার)
-
গাজীপুর-২ (সিটি কর্পোরেশনের একাংশ ও সেনানিবাস): আলী নাছের খান
-
নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক): সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার
-
নোয়াখালী-৬ (হাতিয়া): হান্নান মাসউদ
-
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ): মাহবুব আলম
-
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও-পাঁচলাইশ এলাকা): জোবাইরুল হাসান আরিফ
-
বান্দরবান (বান্দরবান পার্বত্য জেলা): আবু সাঈদ মো. সুজাউদ্দিন
-
নারায়ণগঞ্জ-৪ (সদর উপজেলার আংশিক): আব্দুল্লাহ আল আমিন
-
ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর): আতাউল্লাহ
-
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ): আশরাফ উদ্দিন
-
কুমিল্লা-৪ (দাউদকান্দি): হাসনাত আবদুল্লাহ
-
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ): প্রীতম দাস
-
নেত্রকোণা-২ (নেত্রকোণা সদর ও বারহাট্টা): ফাহিম রহমান খান পাঠান
-
রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি): জামিল হিজাযী
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।