জামায়াত প্রার্থীকে সমর্থন করে মনোনয়ন প্রত্যাহার করলেন এনসিপির নেত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, ১২:৪১
ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জামায়াত জোটের প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্তের অংশ হিসেবে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে ডা. মাহমুদা মিতু লেখেন, “আলহামদুলিল্লাহ, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করলাম। আমার জীবনের প্রথম ভোট ইনশাআল্লাহ দাঁড়িপাল্লায় হবে। কাঁঠালিয়া–রাজাপুর আসনে যারা আমাকে ভালোবাসেন এবং আমার পাশে থাকতে চেয়েছেন, তাদেরকে আমার ভাই ফয়জুল হক ভাইয়ের পাশে থাকার দাবি রইল।”
এদিকে একই দিন রাতে তিনি ফেসবুকে আরেকটি পোস্ট দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান। ওই পোস্টে তিনি জানান, ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ডা. ফয়জুল হককে সঙ্গে নিয়ে ১০ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে রাজাপুরে পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ডা. মাহমুদা মিতু আরও বলেন, “ইনশাআল্লাহ আগামীকাল (২১ জানুয়ারি) বিকেল ৪টায় কাঁঠালিয়ায় থাকব। এখান থেকেই আমাদের ১০ দলীয় জোটের কার্যক্রম শুরু হলো।” তিনি ঝালকাঠি-১ আসনে ‘ইনসাফ প্রতিষ্ঠা’র লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান এবং ঢাকা-১১ আসনে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “পুরো বাংলাদেশে এবার ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের জয় হবে ইনশাআল্লাহ।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।