বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

আত্মসমর্পণ করেছেন মানবতাবিরোধী দণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, ১৩:৪৯

সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করেছেন। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে ৮টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল।

বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি নিজেকে ট্রাইব্যুনালের কাছে আত্মসমর্পণ করেন। ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান তাকে মৃত্যুদণ্ডের রায় দেন। আবুল কালাম আজাদের বিরুদ্ধে ৮টির মধ্যে ৭টিতে দোষ প্রমাণিত হয়; ৩টিতে মৃত্যুদণ্ড, ৪টিতে কারাদণ্ডের সুযোগ থাকলেও মৃত্যুদণ্ড প্রদানের কারণে সেগুলোর বিষয়ে দণ্ডাদেশ দেওয়া হয়নি।

প্রমাণিত অভিযোগের মধ্যে রয়েছে: ১৪ জন হত্যা, ৩ নারীকে ধর্ষণ, ৯ জন অপহরণ, ১০ জনকে আটক রাখা, ৫টি বাড়িতে অগ্নিসংযোগ এবং ১৫টি বাড়ির মালামাল লুণ্ঠন। অপর একটি অভিযোগ প্রমাণ করতে না পারায় খারিজ করা হয়।

আবুল কালাম আজাদ পলাতক থাকার কারণে আগের রায়ে তাকে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হয়নি। গ্রেফতারি পরোয়ানা জারির আগে তিনি প্রথমে ভারত ও পরে পাকিস্তানে চলে যান।

মামলার বিচারিক প্রক্রিয়া ২০১২ সালের ২৬ ডিসেম্বর শেষ হয় এবং এরপর রায় ঘোষণার জন্য অপেক্ষা রাখা হয়। এবার আত্মসমর্পণের মাধ্যমে ট্রাইব্যুনাল তার রায়ের কার্যকর প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top