বৃহঃস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

বাবা মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করলেন আমিনুল হক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ১৩:৫৩

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন।

সকালে মিরপুর-১০ নম্বরের ‘সি’ ব্লক এলাকায় অবস্থিত গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তিনি গণসংযোগ শুরু করেন। এর আগে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত ও মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন।

গণসংযোগকালে আমিনুল হক সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার লিফলেট বিতরণ করেন। তিনি বলেন, “জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই আমি নির্বাচনী মাঠে নেমেছি। ধানের শীষের জয় নিশ্চিত করতে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করছি।”

বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী গণসংযোগে অংশ নেন। প্রচারণার সময় ধানের শীষের সমর্থনে স্লোগান এবং উৎসাহের মধ্য দিয়ে এলাকায় নির্বাচনি আমেজ ছড়িয়ে পড়ে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top