বৃহঃস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

বিএনপির নির্বাচনী থিম সং অনুষ্ঠানে চমক দিয়ে হাজির রোজিনা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ১৫:৫৫

সংগৃহীত

অভিনয়ে নিয়মিত না হলেও এফডিসির আঙিনায় বা শিল্পী সমিতির কার্যক্রমে প্রায়ই দেখা মেলে চিত্রনায়িকা রোজিনার। সম্প্রতি সরকারি অনুদানের সিনেমা ‘ফিরে দেখা’ নির্মাণের পর এবার তাকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে—বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ অনুষ্ঠানে।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত অনুষ্ঠানে রোজিনার উপস্থিতি শোবিজ পাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী থিম সংটির উদ্বোধন করেন। রোজিনার পাশাপাশি উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী কনকচাঁপা, মনির খান, সাব্বির জামান, রাজীব ও মুহিনসহ আরও অনেকে। তবে সবার নজর ছিল রোজিনার দিকে।

শিল্পী সমিতির রাজনীতিতে তিনি দীর্ঘদিন মিশা-জায়েদ প্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২২-২৪ মেয়াদে মিশা-জায়েদ পরিষদ থেকে ১৮৫ ভোট পেয়ে কার্যকরী সদস্য নির্বাচিত হলেও পরে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করে বিস্ময় সৃষ্টি করেছিলেন। এর আগে ২০১৯-২১ মেয়াদেও তিনি একই প্যানেল থেকে জয়ী হয়ে দায়িত্ব পালন করেছেন।

মিশা-জায়েদ প্যানেলের সঙ্গে দীর্ঘদিনের সংশ্লিষ্টতা থাকা এই নায়িকার হঠাৎ বিএনপির মঞ্চে উপস্থিতি নিয়ে নেটিজেন ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বিষয়টিকে তার রাজনৈতিক মতাদর্শের প্রকাশ হিসেবে দেখছেন, আবার অনেকে তার এই আচরণে অবাক। পদত্যাগের সেই ‘ব্যক্তিগত কারণ’ এবং বর্তমানের রাজনৈতিক উপস্থিতি—সব মিলিয়ে রোজিনাকে ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top