বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

জামায়াত প্রার্থীকে শোকজ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৮:৪৮

সংগৃহীত

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন শিকদারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন নোটিশ জারি করেন। অভিযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল পাশার প্রধান নির্বাচনী এজেন্ট মু. আলমগীর হোছাইন।

নোটিশে বলা হয়েছে, শিকদার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নিজ প্রচার গাড়িতে ব্যানার ব্যবহার করেছেন এবং সন্দ্বীপ পৌরসভা মার্কেটসহ বিভিন্ন স্থানে ২০টির অধিক বিলবোর্ড স্থাপন করেছেন। এছাড়া সভাসমাবেশে ১২টি মাইক ব্যবহার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এটি আচরণবিধি ৭(খ) ও ১৭(১) ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিশে শিকদারকে আগামী শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় স্ব-শরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে জামায়াত প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন শিকদার জানিয়েছেন, সব অভিযোগ মিথ্যা ও প্রোপাগান্ডা। তিনি দাবি করেন, তার ২০টি বিলবোর্ডই অনুমোদিত, কোনো পিভিসি ব্যানার ব্যবহার হয়নি এবং তিনি যথাযথভাবে সব অভিযোগের জবাব দেবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top