রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ১৫:১৩

সংগৃহীত

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিএনপি’র সিনিয়র নেতা তারেক রহমান নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন।

দুপুর ২টার দিকে লাল রঙের বুলেটপ্রুফ গাড়িতে মাদ্রাসা ময়দানে প্রবেশ করেন তিনি। এরপর জনসভা মঞ্চে উঠে উপস্থিত জনসমুদ্রকে হাত নেড়ে অভিবাদন জানান। বর্তমানে তিনি মঞ্চে প্রধান অতিথির আসনে বসে আছেন।

এর আগে দুপুর ১২টা ১৮ মিনিটে ঢাকার একটি বিশেষ ফ্লাইটে তিনি রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। এরপর দুপুর দেড়টার দিকে হযরত শাহ মখদুম (রহ.) এর পবিত্র মাজার জিয়ারত শেষে তিনি মাদ্রাসা ময়দানে নির্বাচনী সমাবেশে অংশ নেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top