বৃহঃস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

সিনেমায় আর গাইবেন না অরিজিত সিং যা বললেন উদিত নারায়ণ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ১৮:১০

সংগৃহীত

বলিউডের সুপারস্টার সিঙ্গার অরিজিত সিং আচমকা ঘোষণা দিয়েছেন, তিনি আর সিনেমার জন্য গান গাইবেন না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে সামাজিক মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়, যা ভক্ত-অনুরাগীদের মধ্যে চরম শোক ও হতবাকির সৃষ্টি করেছে।

অরিজিত সিংয়ের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে মঙ্গলবার রাত ৮টা ২৬ মিনিটে একটি পোস্ট শেয়ার করা হয়। সেখানে তিনি বলেন, “সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর শ্রোতা হিসেবে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি—আমি আর প্লেব্যাক গায়ক হিসেবে কোনো কাজ গ্রহণ করব না। এটি একটি অনবদ্য সফর ছিল।”

বলিউডের সংগীত জগতের তাবৎ শিল্পীরা অরিজিতের এই সিদ্ধান্তকে অবিশ্বাস্য মনে করছেন। তার এই ঘোষণায় বর্ষীয়ান গায়ক উদিত নারায়ণও অবাক। উদিত নারায়ণ সংবাদমাধ্যমকে বলেন, “অরিজিত খুব কম সময়ের মধ্যে অসাধারণ কাজ করেছেন। অ্যাওয়ার্ড, খ্যাতি, সম্মান ও অর্থ—সবই পেয়েছেন তিনি। স্টেজে উঠলে ভক্তদের উন্মাদনা, সেটিও যে কোনো গায়কের জন্য বিশেষ প্রাপ্তি। অরিজিত সেটি পেয়েছেন। গান থেকে দূরে যাওয়া হয়তো তার নিজের সিদ্ধান্ত। তবে তার গান শ্রোতাদের হৃদয়ে আজীবন থাকবে।”

অরিজিত সিংয়ের অবসরের এই ঘোষণা দর্শক ও ভক্তদের মধ্যে শোক এবং হতাশা ছড়িয়ে দিয়েছে। হিন্দি বা বাংলা—কোনো ভাষার সিনেমাতেই তার কণ্ঠ শোনা যাবে না, এই সংবাদ এখনো অনেকের কাছে হজমের বাইরে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top