ইসির বিরুদ্ধে অনিয়ম ও পক্ষপাতের অভিযোগে ভবন ঘিরে ছাত্রদলের অবস্থান
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৬, ১৫:১৯
নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পোস্টাল ব্যালটসহ বিভিন্ন অনিয়ম ও পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ তুলে ইসি ভবন ঘিরে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদলের নেতা-কর্মীরা।
রোববার (তারিখ) সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনের সড়কে বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম বলেন, দাবি আদায় না হলে এবং নির্বাচন কমিশন তাদের বক্তব্যকে গুরুত্ব না দিলে সারারাত ইসি ভবন অবরুদ্ধ করে রাখা হবে। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবের কাছে নতিস্বীকার করছে।
রকিবুল ইসলাম আরও বলেন, ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২২ জানুয়ারি থেকে ছাত্রদল প্রচার কার্যক্রমে অংশ নেবে। তিনি দাবি করেন, জাতীয়তাবাদী দলই আসন্ন নির্বাচনে জয়ী হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কেউ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে।
তিনি আরও অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দলের দীর্ঘদিন ধরে সচিবালয় ও নির্বাচন কমিশনে অবাধ যাতায়াত ছিল, যা দেশের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। আগামী ১২ তারিখের নির্বাচনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।
অবস্থান কর্মসূচিতে ছাত্রদল নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনটি প্রধান অভিযোগ তুলে ধরে—
১. পোস্টাল ব্যালট ইস্যুতে পক্ষপাত:
পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক ও বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।
২. রাজনৈতিক চাপের অভিযোগ:
একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে ইসি দায়িত্বশীল ও যুক্তিসংগত সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও দূরদর্শিতাহীন সিদ্ধান্ত গ্রহণ করছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছে।
৩. বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে বিতর্ক:
বিশেষ রাজনৈতিক দলের সরাসরি প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন নজিরবিহীন ও বিতর্কিত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক বলে দাবি করে ছাত্রদল।
এ সময় ইসি ভবনের আশপাশে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।