শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

স্বপ্নে নিজের মৃত্যু দেখা কি অমঙ্গলের ইঙ্গিত? ইসলামের দৃষ্টিতে যা বলছেন আলেমরা

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৭:৫২

সংগৃহীত

ঘুম মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। দৈনন্দিন পরিশ্রম, মানসিক চাপ ও ক্লান্তি দূর করতে ঘুম যেমন প্রয়োজনীয়, তেমনি ইসলামেও ঘুমকে আল্লাহর এক বিশেষ নিয়ামত হিসেবে বিবেচনা করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, “আর আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী, আর রাত্রিকে করেছি আবরণ।” (সুরা নাবা: ৯–১০)

ঘুমের সময় মানুষ স্বপ্ন দেখে। ইসলামী শিক্ষায় স্বপ্নকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। এক ধরনের স্বপ্ন হলো কল্যাণকর ও সত্য স্বপ্ন (আর-রু’ইয়া), যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বা সতর্কতা হিসেবে আসে। অন্যটি হলো দুঃস্বপ্ন বা ভয়ংকর স্বপ্ন (আল-হুলম), যা শয়তানের পক্ষ থেকে আসে এবং মানুষকে ভীত ও অস্থির করে তোলে।

আমাদের সমাজে অনেকের ধারণা, স্বপ্নে নিজের মৃত্যু দেখা মানেই কোনো অমঙ্গল বা নিকটজনের মৃত্যুর ইঙ্গিত। তবে ইসলামের দৃষ্টিতে বিষয়টি এমন নয় বলে জানিয়েছেন আলেমরা। প্রখ্যাত ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ তার নিয়মিত ‘প্রশ্নোত্তর’ আলোচনায় বলেন, স্বপ্নে নিজের মৃত্যু দেখলেই যে বাস্তবে মৃত্যু ঘনিয়ে আসে—এর কোনো ভিত্তি নেই। বরং অনেক ক্ষেত্রে স্বপ্নে মৃত্যুর অর্থ হতে পারে হায়াত বৃদ্ধি, জীবনের নতুন অধ্যায় শুরু হওয়া বা কোনো বড় পরিবর্তন।

তিনি আরও বলেন, স্বপ্নের ব্যাখ্যা অত্যন্ত সংবেদনশীল বিষয়। তাই যাঁরা স্বপ্নের ব্যাখ্যা ভালো বোঝেন, কেবল তাঁদের কাছেই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়া উচিত। আর যে স্বপ্ন দেখার পর মনে অস্থিরতা বা ভয় কাজ করে, এমন স্বপ্ন সাধারণ মানুষের কাছে বলা থেকে বিরত থাকতে হবে।

খারাপ বা দুঃস্বপ্ন দেখলে কী করণীয়—এ প্রসঙ্গে হাদিসে স্পষ্ট নির্দেশনা রয়েছে। নবী করিম (সা.) বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। দুঃস্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, বাম পাশে তিনবার হালকা থুথু ফেলতে হবে এবং সেই স্বপ্ন কারও কাছে বর্ণনা করা যাবে না। (তিরমিজি: ৩৪৫৩)

বোখারি শরিফে বর্ণিত এক হাদিসে আবু কাতাদা (রা.) বলেন, তিনি এমন স্বপ্ন দেখতেন যা তাকে অসুস্থ করে তুলত। পরে রাসুলুল্লাহ (সা.) তাকে জানান, পছন্দনীয় স্বপ্ন হলে প্রিয়জনকে বলতে, আর অপছন্দনীয় স্বপ্ন হলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে এবং কাউকে না জানাতে। এতে সেই স্বপ্ন কোনো ক্ষতি করবে না। (বোখারি: ৬৫৬৮)

আলেমদের মতে, বেশিরভাগ ক্ষেত্রে ভয়ংকর স্বপ্ন শয়তানের কুমন্ত্রণা, যার উদ্দেশ্য মানুষকে অকারণে ভয় ও দুশ্চিন্তায় ফেলা। তাই স্বপ্নে নিজের মৃত্যু দেখা মানেই অমঙ্গল—এমন ধারণা না করে ইসলামের নির্দেশনা অনুযায়ী আল্লাহর ওপর ভরসা রাখা এবং ইস্তিগফার ও ইবাদতে মনোযোগী হওয়াই একজন মুমিনের জন্য উত্তম করণীয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top