আজ সরস্বতী পূজা: দেশের বিভিন্ন স্থানে আয়োজন
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৬, ০৯:৫৯
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। সরস্বতী দেবী বিদ্যা ও সংগীতের অধিষ্ঠাত্রী। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবী শুভ্র রাজহাঁসে চড়ে পৃথিবীতে আগমন করেন বলে বিশ্বাস করা হয়। পূজার দিন ভক্তরা দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে অজ্ঞতার অন্ধকার দূর করার প্রার্থনা করেন।
দিনটি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির এবং বাড়িতে বিশেষভাবে উদযাপিত হচ্ছে। শিশুদের জন্য হাতেখড়ি ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজনও থাকে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ১০টায় পূজা অনুষ্ঠিত হবে।
এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রশাসনের কেন্দ্রীয় পূজাসহ ৭৬টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ৭৪টি বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সরাসরি অংশ নিচ্ছে। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পুষ্পাঞ্জলি দেওয়া হবে, এরপর প্রসাদ বিতরণ ও অতিথি আপ্যায়ন।
জগন্নাথ হলের পুরো মাঠের চারপাশে মণ্ডপ তৈরি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের পক্ষ থেকে। হলের পুকুরে চারুকলা ইনস্টিটিউট, উপাসনালয়ে হল প্রশাসন, এবং পুকুরপাড়ে কর্মকর্তা-কর্মচারীদের যুব সংগঠন একটি মণ্ডপের আয়োজন করেছে।
হল প্রশাসন জানায়, পুরো এলাকা সিসি ক্যামেরা ও মেটাল ডিটেক্টরসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ রাখা হয়েছে। দর্শনার্থীদের জন্য শিশু-কিশোরদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড, খেলনা এবং খাবারের দোকানও থাকবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।