ভুটানে ২৮-০ গোলের অবিশ্বাস্য জয় সাবিনা-মনিকাদের

Nasir Uddin | প্রকাশিত: ১৬ মে ২০২৫, ১৪:৪৮

ছবি: সংগৃহীত

ভুটানের উইমেন্স লিগে চমক দেখালেন বাংলাদেশের সাবিনা খাতুন, মনিকা চাকমারা। সাবিনা খাতুনের নেতৃত্বে পারো এফসি ২৮-০ ব্যবধানে বিধ্বস্ত করল সামস্তে ক্লাবকে। এই দুজনের পাশাপাশি হ্যাটট্রিক করেছেন মাতসুশিমা সুমাইয়াও। ম্যাচে একাই ৯ গোল করে ‘ট্রিপল হ্যাটট্রিক’ পূর্ণ করে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা। এছাড়া মনিকা ৭ গোল, সুমাইয়া ৫ গোল এবং ঋতুপর্ণা ৪ গোল করেছেন। ২৮ গোলের ম্যাচে বাংলাদেশের এই চার খেলোয়াড়ের গোলসংখ্যাই ২৫। বাকি তিন গোল করেছেন ভুটানিজ খেলোয়াড় সোনম চকি ও সোনম টিসমো।

ম্যাচের অষ্টম মিনিট থেকে শুরু। সতীর্থের থ্রু পাস ধরে লক্ষ্যভেদ করেন সাবিনা। ২৬তম মিনিটে দ্বিতীয়বার স্যামতসের জালে বল পাঠান তিনি। আর ৩১তম মিনিটে পূর্ণ করে নেন হ্যাটট্রিক। বিরতির পর ডাবল হ্যাটট্রিক পূর্ণ করেন ৬৩তম মিনিটে। পরে আরও তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠান সাফজয়ী এই অধিনায়ক।

আর মনিকা নিজের গোলের খাতা খোলেন ১৯তম মিনিটে। এরপর ২৮ ও ৩৮তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন । দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করার পর ৭৩তম মিনিটে ডাবল হ্যাটট্রিক পূরণ করেন বাংলাদেশি এই মিডফিল্ডার। পরে জালের দেখা পান আরও একবার।

৩৬তম মিনিটে গোল দেওয়া শুরু করেন মাতসুশিমা সুমাইয়া। এরপর ৩৮ ও ৫২তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। পরে করেন আরও দুই গোল। ঋতুপর্ণা গোল দেওয়া শুরু করেন বিরতির পর। ৫৩তম মিনিটে প্রথম গোল দিয়ে ৬৪তম মিনিটে দ্বিতীয় গোল করেন। ৭৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণের পর ৮১তম মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন এই ফরোয়ার্ড।

বর্তমানে ভুটান নারী লিগে বাংলাদেশের ১০ ফুটবলার তিনটি দলে ভাগ হয়ে খেলছেন। ট্রান্সপোর্ট ইউনাইটেডে রয়েছেন রুপনা চাকমা ও মাসুরা পারভীন, থিম্পু এফসিতে খেলছেন সানজিদা, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার জুনিয়র। এই দুই দলও নিজেদের প্রথম ম্যাচ জয়ে শুরু করেছে।

তবে সবার নজর কাড়লেন সাবিনা-মনিকারা। এমন দুর্দান্ত সূচনার পর ভুটান লিগে বাংলাদেশের নারী ফুটবলারদের দাপট আরও বাড়বে বলেই আশা ফুটবলপ্রেমীদের।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top