বৃহঃস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

রাজৈরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উদযাপন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ২০:৪১

সংগৃহীত

মাদারীপুরের রাজৈর উপজেলায় ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। রাজৈর উপজেলা প্রশাসন এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুল হক।

উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে বলেন, “নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকার ইতিমধ্যেই নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। প্রবাসীর অধিকার নিশ্চিত করতে সেবা প্রদানকারী বিভিন্ন অধিদপ্তর এবং ব্যাংক কর্মকর্তাদের প্রবাসীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা মৎস কর্মকর্তা সাজ্জাত হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাগর সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলসান আরাসহ আরও অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলা অফিস প্রাঙ্গণে র‍্যালি আয়োজন করা হয়। পরে উপজেলা প্রশাসনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রাজৈর প্রোগ্রাম অর্গানাইজার মো. জালাল শেখ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” স্লোগানের প্রতিফলনস্বরূপ প্রবাসীর অধিকার নিশ্চিত ও পুনঃএকত্রীকরণের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কাজ করে যাচ্ছে। এছাড়া প্রবাসীদের বিভিন্ন সেবা এবং ব্র্যাকের অন্যান্য কর্মকাণ্ডের কথাও তিনি তুলে ধরেন।

উপস্থিত সবাই অনুষ্ঠানের সফলতায় সহযোগিতা প্রদানের জন্য উপজেলা প্রশাসন রাজৈর এবং সংশ্লিষ্ট অন্যান্য অধিদপ্তরকে ধন্যবাদ জানান।

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top