বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিটমূল্য প্রকাশ
Nasir Uddin | প্রকাশিত: ২১ মে ২০২৫, ২০:২২

আগামী ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও সিঙ্গাপুরের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের টিকিট পাওয়া যাবে শনিবার থেকে। ওই দিন দুপুর ১২টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু করবে স্বত্ব পাওয়া টিকিফাই নামের একটি প্রতিষ্ঠান। মঙ্গলবার (২১ মে) বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বাফুফের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গোলাম গাউস।
জাতীয় স্টেডিয়াম ঢাকায় দীর্ঘদিন পর ফিরছে ফুটবল, তারও পর দেশের মাটিতে হামজা চৌধুরীর প্রথম ম্যাচ। অভিষিক্ত হতে পারেন শমিত সোম। এই ম্যাচ নিয়ে দর্শকের আগ্রহের পারদ চড়েছে তুঙ্গে। এই ম্যাচের জন্য ১৮ হাজার ৩০০টি টিকেট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। ম্যাচটি দর্শকরা উপভোগ করতে পারবেন সর্বনিম্ন ৪০০ টাকায়। ১০টি ক্যাটাগরিতে স্টেডিয়ামের গ্যালারিকে ভাগ করা হয়েছে। প্রেসিডেন্সিয়াল বক্সে কেবল আমন্ত্রিত অতিথিরা আসতে পারবেন। বাকি ৯ ভাগের টিকিট মূল্য প্রকাশ করেছে বাফুফে।
সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ৪০০ টাকা। ক্লাব হাউজ-২ এর দাম ধরা হয়েছে ২ হাজার টাকা। ক্লাব হাউজ-১, ভিআইপি-২ ও ৩ এর মূল্য টিকিটিপ্রতি আড়াই হাজার। স্কাই ভিউতে একটি টিকিটের মূল্য ৩ হাজার টাকা। ভিআইপি বক্স-১ এ বসে খেলা দেখতে হলে টিকিটের জন্য জন্রিতি দিতে হবে ৪ হাজার টাকা। আর করপোরেট ও হসপিটালিটি বক্সের টিকিট মূল্য ধরা হয়েছে জনপ্রতি ৫ হাজার টাকা করে।
অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই টিকিট সংগ্রহ করা যাবে। টিকিট বিক্রয়কারী প্ল্যাটফর্ম ‘টিকিফাই’ থেকে অনলাইনে কেনা যাবে। এক্ষেত্রে একজন সর্বোচ্চ পাঁচটি টিকেট কিনতে পারবেন। টিকেট কিনতে হলে নাম, ফোন নম্বর, ই-মেইল আইডি, এনআইডি কার্ড প্রয়োজন হবে। অফলাইনে নির্ধারিত বুথ বা কাউন্টার থেকে সরাসরি সংগ্রহ করা যাবে টিকিট। আগামী ২৪ মে দুপুর ১২টা থেকে শুরু হবে টিকিট বিক্রয়।
এশিয়ান কাপ বাছাইয়ে, বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে। অন্যদিকে, সিঙ্গাপুরও তাদের প্রথম ম্যাচে হংকংয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। ‘সি’ গ্রুপে চার দলেরই এখন ১ পয়েন্ট করে। তাই বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ এক লড়াই, যা পরবর্তী রাউন্ডে যাওয়ার পথে বড় ভূমিকা রাখতে পারে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।