৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ, ফাইনাল ২৮ তারিখ, ভেন্যু: আমিরাত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ১৬:৩৫

ছবি: সংগৃহীত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ হলো ২০২৫ সালের এশিয়া কাপের সময়সূচি। ৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট—এশিয়া কাপ, আর ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। এবারের আসর বসছে সংযুক্ত আরব আমিরাতের মরু শহরগুলোতে।

খবরটি নিশ্চিত করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল—এসিসি’র চেয়ারম্যান মহসিন নাকভি, তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে। তিনি লেখেন: আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ২০২৫ সালের এসিসি এশিয়া কাপ পুরুষদের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্ট চলবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

বিস্তারিত ম্যাচ সূচি এখনো প্রকাশ হয়নি, তবে জানা গেছে এই আসরে অংশ নিচ্ছে মোট ৮টি দেশ—ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, আমিরাত ও ওমান।

বিশ্বজুড়ে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই হাইভোল্টেজ ম্যাচগুলোর জন্য। এশিয়া কাপের এই আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে—বিশ্বকাপের প্রস্তুতির দিক থেকেও এটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top