এশিয়া কাপ: টাইগারদের আজ রাতে শ্রীলঙ্কা পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫১

এশিয়া কাপের গ্রুপ পর্বে হংকংয়ের বিপক্ষে সহজ জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। তবে আসল পরীক্ষা আজ রাতেই। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শ্রীলঙ্কার সঙ্গে লড়াই শুরু হবে।
বাংলাদেশের সবচেয়ে বড় জোর হলো সাম্প্রতিক সাফল্য। লঙ্কানদের মাঠে শেষ টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। শ্রীলঙ্কা সদ্য ভারতের কাছে হেরেছে, তবে তাদের স্পিন আক্রমণ বরাবরই ভয়ংকর।
টাইগারের ব্যাটিং লাইনআপে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও পারভেজ ইমন, মিডল অর্ডারে লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি ও জাকের আলী অনিক। বোলিংয়ে মোস্তাফিজ, তাসকিন, শরীফুল ও সাইফুদ্দিনের পেস আক্রমণ, স্পিনে রিশাদ হোসেন ও নাসুম আহমেদ দায়িত্বে।
শ্রীলঙ্কার স্পিন হাসারাঙ্গা ও থিকশানা, পেসে দুস্মন্ত চামিরা ও পাতিরানার ভয়ংকর আক্রমণ। টাইগারদের জয় নির্ভর করবে চাপ সামলানো এবং ব্যাটিং ধারাবাহিকতা ধরে রাখার ওপর।
যদি ওপেনাররা ভালো শুরু দিতে পারে এবং বোলাররা পাওয়ার প্লেতে উইকেট তুলতে পারে, তবে টাইগারদের জয়ের সম্ভাবনা উজ্জ্বল। এই জয় এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশকে এগিয়ে নেবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।