শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জার রেকর্ডে বাংলাদেশ, কঠিন সমীকরণের সামনে সুপার ফোরের আশা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮

এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে সুপার ফোরে যাওয়ার পথে কঠিন সমীকরণের সামনে পড়েছে বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে পড়ে লিটন দাসের দল গড়েছে এক বিব্রতকর রেকর্ডও।
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টসে হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ২ ওভারে রানের খাতা খোলার আগেই ২ উইকেট হারায় বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো শূন্য রানে ২ উইকেট হারাল টাইগাররা।
প্রথম ওভারে নুয়ান থুসারার বলেই বোল্ড হন তানজিদ হাসান তামিম। সেই সঙ্গে ওই ওভারেই আসে মেডেন। দ্বিতীয় ওভারে দুষ্মন্ত চামিরার চতুর্থ বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন পারভেজ হোসেন ইমন। এই ওভারও ছিল মেডেন। ফলে টানা দুই ওভারে মেডেনের পাশাপাশি একটি করে উইকেট হারানো প্রথম দল হলো বাংলাদেশ।
মাত্র ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে টাইগাররা। তবে শামীম পাটোয়ারী ৪২ ও জাকের আলি ৪১ রানের ইনিংস খেলে দলকে লজ্জাজনক অল্প রানে গুটিয়ে যাওয়া থেকে রক্ষা করেন। শেষ পর্যন্ত ১৩৯ রানে অলআউট হয় বাংলাদেশ। জয়ের জন্য যথেষ্ট ছিল না এই রান।
এর আগে এমন নজির দেখা গিয়েছিল ২০১০ সালে, জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওভার মেডেন দিয়েছিল, তবে তারা হারিয়েছিল মাত্র এক উইকেট। আর চলতি বছরের শুরুতে পাকিস্তানও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওভারে ২ উইকেট হারালেও রানশূন্য ছিল না।
এই হারে বাংলাদেশ শুধু কঠিন সমীকরণেই পড়েনি, বরং বিশ্ব ক্রিকেটে এক বিব্রতকর রেকর্ডেরও জন্ম দিয়েছে। এখন সুপার ফোরে উঠতে শুধু জয়ই নয়, তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকেও।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।